জাভেদ ওমর বেলিম গুল্লু, জিওফ বয়কট, সুনীল গাভাস্কার, গ্রাহাম গুচদের পাশে নাম লেখাতে পারলেন না মাহামুদুল হাসান জয়। গড়তে পারলেন না শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাটিং করার রেকর্ড। ‘ক্যারিং থ্রু দ্য ইনিংস’ করতে পারেননি জয়। শেষ ব্যাটার হিসেবে আউট হয়েছেন বাংলাদেশের প্রথম ইনিংসে। আউট হওয়ার আগে অবশ্য ইতিহাসের সোনালি পাতায় চিরস্থায়ী হয়েছেন মাহামুদুল হাসান জয়। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্টে তিন অংকের জাদুকরি ইনিংস খেলেন।
বাংলাদেশের ব্যাটারদের আগের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ছিল টাইগার টেস্ট অধিনায়ক মুমিনুল হকের। ২০১৭ সালে পচেফস্ট্রোমে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। জয় শেষ ব্যাটার হিসেবে আউট হলে বাংলাদেশের সংগ্রহ প্রথম ইনিংসে ২৯৮ রান। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৩৬৭ রান। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় দ্বিতীয় ইনিংসে স্বাগতিকদের সংগ্রহ ছিল বিনা উইকেটে ৬। ১৩৭ রানের ইনিংসটি খেলে মাহামুদুল হাসান জয় ইঙ্গিত দেন উজ্জ্বল ভবিষ্যতের। ইনিংসটি খেলেন ৩২৬ বলে। যাতে ছিল ১৫টি চার ও ২টি ছক্কা। স্ট্রাইক রেট ৪২.০২। তৃতীয় টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির ইনিংস খেলতে ২১ বছর বয়স্ক ওপেনার উইকেটে ছিলেন ৪৪২ মিনিট বা ৭ ঘণ্টা ২২ মিনিট।
তৃতীয় দিনের খেলা শেষে জয় জানালেন, খুবই ছিল তার পরিকল্পনা। তিনি বলেন, আসলে এটা ম্যাজিকের কিছু না। এটা আমার দায়িত্ব। যেহেতু এখন আন্তর্জাতিক ক্রিকেট খেলছি, এখানে সবারই একটা দায়িত্ব আছে। আমার লক্ষ্যই ছিল রানের জন্য না ছুটে উইকেটে পড়ে থাকা। দল চায় আমি সবসময় উইকেটে থাকি। উইকেটে থাকলে একটা সময় রান আসবেই। সেটাই আমার লক্ষ্য ছিল।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ