পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপে অংশ নেবে না ভারত। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ’র এমন মন্তব্যের পর পাকিস্তানের তৎকালীন ক্রিকেট বোর্ডের প্রধান রমিজ রাজাও দিয়েছিলেন পাল্টা হুমকি। এমনকি ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপও বয়কটের ঘোষণাও দিয়েছিলেন রমিজ।
তবে এবার রমিজ ক্ষমতা হারিয়েছেন। তার জায়গায় নতুন সভাপতি হয়েছেন নাজাম শেঠি। তাই এখনও ওয়ানডে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তে অনড় আছে কিনা পাকিস্তান, তেমন প্রশ্নই শুনতে হয়েছে নাজাম শেঠিকে।
উত্তরে তিনি বলেছেন, ‘সরকার যদি বলে ভারতে যেও না, আমরা যাব না। পাকিস্তান ও ভারতের ক্রিকেট–সম্পর্ক যখন বিষয়, একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার। সফরে যাব কি যাব না, এটা সরকারি পর্যায়ের সিদ্ধান্ত।’
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাথে আলোচনা করেই পরিস্থিতি সামাল দিতে চান নতুন পিসিবি সভাপতি শেঠি।
বিডি প্রতিদিন/নাজমুল