৪ জুন, ২০২৩ ০৯:০৪

পিএসজি ছাড়ার ঘোষণায় কী বললেন মেসি?

অনলাইন ডেস্ক

পিএসজি ছাড়ার ঘোষণায় কী বললেন মেসি?

আর্জেন্টিনার হয়ে গত বছর কাতারে বহু আরাধ্য বিশ্বকাপ জিতেছেন লিওনেল মেসি। তার ক্যারিয়ার পেয়েছে পূর্ণতা। এরপর আর বিশ্বচ্যাম্পিয়নকে বেশিদিন পাওয়া হলো না প্যারিস সেইন্ট জার্মেইঁয়ের জার্সিতে। এ মৌসুম শেষেই মেসি ক্লাব ছাড়বেন, এমন ঘোষণা কয়েকদিন আগে দিয়েছিলেন পিএসজি কোচ ক্রিস্তোফার গ্যালাতিয়ের।

এবার আর্জেন্টাইন তারকা নিজেও ক্লাবকে বিদায় জানালেন। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেছেন, ‘পিএসজির প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুশি- সত্যি এই দল ও ভালো খেলোয়াড়দের সঙ্গে খেলাটা উপভোগ করেছি। প্যারিসে অসাধারণ অভিজ্ঞতার জন্য ক্লাবকে ধন্যবাদ।’

পরে পিএসজি একটি আনুষ্ঠানিক বিবৃতিও দিয়েছে। সেখানে মেসি বলেছেন, ‘ক্লাব, প্যারিস শহর ও এখানকার বাসিন্দাদের গত দু’টি বছরের জন্য ধন্যবাদ। আমি তাদেরকে ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা জানাই। ’

এদিকে গত বছরের এপ্রিল থেকেই মেসিকে চাইছে সৌদি ক্লাব আল হিলাল। বছরে ৪০০ মিলিয়ন ইউরোর সঙ্গে বাণিজ্যিক কিছু চুক্তিও থাকবে তার জন্য। মেসির ক্যারিয়ারের প্রায় পুরোটাই কাটানো বার্সা এখনও অপেক্ষায় লা লিগার সবুজ সংকেতের।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর