২ আগস্ট, ২০২৩ ১০:০৫

পাকিস্তান-আফগানিস্তান সিরিজ শ্রীলঙ্কায়

অনলাইন ডেস্ক

পাকিস্তান-আফগানিস্তান সিরিজ শ্রীলঙ্কায়

ফাইল ছবি

আগামী ২২ আগস্ট থেকে শুরু হবে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।

মূলত এশিয়া কাপ ও বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে এই সিরিজটি খেলবে তারা। আগামী ২২ আগস্ট হাম্বানটোটায় হবে প্রথম ওয়ানডে। একই মাঠে ২৪ আগস্ট মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। এ ছাড়া সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ২৬ আগস্ট, কলম্বোতে।

এবার হাইব্রিড মডেলে হবে এশিয়া কাপ। ছয় দলের লড়াইয়ের চার ম্যাচ পাকিস্তানে এবং বাকি ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। ৩০ আগস্ট থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের পর্দা নামবে ১৭ সেপ্টেম্বর।

অন্যদিকে আগামী ৫ অক্টোবর থেকে ওয়ানডে বিশ্বকাপের আসর বসবে ভারতে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর। ওয়ানডে বিশ্বমঞ্চে ৬ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে অভিযান শুরু করবে পাকিস্তান।

একনজরে আফগানিস্তান-পাকিস্তান ওয়ানডে সিরিজের সূচি

২২ আগস্ট, প্রথম ওয়ানডে : হাম্বানটোটা 
২৪ আগস্ট, দ্বিতীয় ওয়ানডে : হাম্বানটোটা 
২৬ আগস্ট, তৃতীয় ওয়ানডে : কলম্বো


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর