৩ এপ্রিল, ২০২৪ ১৯:২৭

টাইগারদের হারিয়ে যা বললেন লঙ্কান অধিনায়ক

অনলাইন ডেস্ক

টাইগারদের হারিয়ে যা বললেন লঙ্কান অধিনায়ক

ফের টাইগারদের ধবলধোলাই করলো লঙ্কান ক্রিকেটাররা। পুরো টেস্ট সিরিজে শ্রীলঙ্কার ব্যাটাররা নিজেদের প্রমাণ করেছেন। পাশাপাশি দলটির পেসাররাও দিয়েছেন সক্ষমতার পরিচয়। ২ টেস্টের চার ইনিংস মিলিয়ে ৩৩ উইকেট নিয়েছেন লঙ্কান পেসাররা। পেসারদের এমন সাফল্যে গর্বিত দলটির অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাও। 

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'মৃত উইকেটে একজন স্পিনারকে খেলানোর চাইতে আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলানোর পক্ষে আমি। আর তাই ফাস্ট বোলারই আমার পছন্দ। এ কারণে আমরা তিন পেসার নিয়ে খেলেছি। আমাদের পেসারদের ভালো করার জন্য উইকেটে ঘাস থাকার প্রয়োজন নেই। তারা এই বিষয়টি প্রমাণও করেছে।'

এমন পিচে উইকেট পাওয়া সহজ নয় বলছেন ধনঞ্জয়া। জানালেন কষ্ট করেই বোলাররা তুলেছেন উইকেট, 'এখানে উইকেট পাওয়া সহজ নয়। এখানে সূর্যের তাপ অনেক বেশি। এই উইকেট জীবন্ত নয়। তাই আমাদের পরিশ্রম করেই উইকেট নিতে হয়েছে। আমাদের ব্যাটারদের প্রতিভা ছিল, তাই আমরা প্রথম ইনিংসে লিড পেয়েছি। এটা আমাদের বোলারদের কাজে দিয়েছে।'

সিলেট টেস্টে ব্যাটাররা রান না পেলেও চট্টগ্রাম টেস্টে রানে ফিরেছেন ব্যাটাররা। যে কারণে খুশি ধনঞ্জয়া, 'আমরা যখন বাংলাদেশে এসেছি, তখনই বুঝেছি এখানে ব্যাটাররা রান পাবে। তাদের (ব্যাটার) পরিকল্পনায় ছিল রান করা। তারা হতাশ ছিল, কেননা সিলেটে তারা রান পায়নি। কিন্তু তারা ফিরে এসেছে। আমার জন্য অন্য বিষয়গুলো নিয়ন্ত্রণ করা সহজ ছিল।'


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর