১৮ অক্টোবর, ২০২১ ১১:৫৯

প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পরিসংখ্যানে এগিয়ে নেদারল্যান্ডস

নিজস্ব প্রতিবেদক

প্রতিপক্ষ আয়ারল্যান্ড, পরিসংখ্যানে এগিয়ে নেদারল্যান্ডস

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। এই লড়াইয়ে নামার আগে আইরিশদের চেয়ে মানসিকভাবে একটু হলেও এগিয়ে আছে নেদারল্যান্ডস।

আইসিসির বর্তমান টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে আয়ারল্যান্ডের অবস্থান ১২-তে, আর নেদারল্যান্ডসের ১৭। তবুও দলটি এগিয়ে থাকবে, কারণ টি২০ বিশ্বকাপে শেষ দুই দেখাতেই আইরিশদের নাস্তানাবুদ করেছিল ডাচরা। এ ছাড়া সবশেষ দেখাতেও জয়ের হাসি হেসেছিল নেদারল্যান্ডস। এই দুই দলের আরও কিছু পরিসংখ্যান পাঠকদের জন্য নিচে তুলে ধরা হলো:

মোট ১২ ম্যাচের মধ্যে আয়ারল্যান্ডের জয় ৪ ও নেদারল্যান্ডসের জয় ৭। ফলহীন ছিল ১টি।

দলীয় সর্বোচ্চ
আয়ারল্যান্ড: ১৮৯/৪, সিলেট ২০১৪
নেদারল্যান্ডস: ১৯৩/৪, সিলেট ২০১৪

দলীয় সর্বনিম্ন
আয়ারল্যান্ড: ১২৮, ডাবলিন ২০১৫
নেদারল্যান্ডস: ৮৬, দুবাই ২০১০

সর্বোচ্চ রান
আয়ারল্যান্ড: ২৪৫, কেভিন ও'ব্রায়েন (১২ ম্যাচ)
নেদারল্যান্ডস: ২৮৭, বেন কুপার (৯ ম্যাচ)

সেরা ইনিংস
আয়ারল্যান্ড: ৮৩, অ্যান্ড্রু বালবিরনি
নেদারল্যান্ডস: ৯১*, বেন কুপার

সর্বোচ্চ উইকেট
আয়ারল্যান্ড: ১৬, জর্জ ডকরেল (১১ ম্যাচ)
নেদারল্যান্ডস: ১৪, পল ফন মিকিরেন (৭ ম্যাচ)

সেরা বোলিং
আয়ারল্যান্ড: ৪/১৮, স্টুয়ার্ট থম্পসন
নেদারল্যান্ডস: ৪,/১১, পল ফন মিকিরেন

 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর