গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকার একটি পোল্ট্রি ফিড কারখানায় ট্রাক চাপায় শাহিন (৩০) নামে ওই ট্রাকের হেলপার নিহত হয়েছেন।
আজ বিকেলে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত হেলপার শাহিন (৩০) নাটোর জেলা সদরের পিটিআই মোড়ের বাসিন্দা।
এ ব্যাপারে শ্রীপুর থানার উপপরিদর্শক কবির হোসেন জানান, উত্তরবঙ্গ থেকে ভুট্টা বোঝাই একটি ট্রাক (বগুড়া ট-১১-০৫৮১) সকাল ৯টার দিকে নিউ ফিড মিল নামের পোল্ট্রি কারখানায় আসে। প্রচণ্ড গরমে ও রাতভর ভ্রমণের ক্লান্তিতে ট্রাকের হেলপার ট্রাকের নীচে ঘুমিয়ে পড়েন।
তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ট্রাক চালক ভুট্টা আনলোড করার জন্য ট্রাকটি চালালে হেলপার ট্রাকের চাকায় স্পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পর ট্রাক চালক ও ট্রাকটি আটক রাখা হয়েছে বলেও জানান তিনি।