রবিবার, ২৭ এপ্রিল, ২০১৪ ০০:০০ টা

রিলে ব্রাডেন [৫ বছর]

রিলে ব্রাডেন [৫ বছর]

মাত্র ১৮ মাসের এক শিশুকে ডুবে যাওয়া থেকে বাঁচিয়ে রীতিমতো চাইল্ড হিরো বা খুদে নায়ক বনে যায় শিশু রিলে ব্রাডেন। তাকে খুদে নায়কদের তালিকায় অনেকে সেরা মেনে থাকেন। গ্রীষ্মকাল, ফ্লোরিডা। সবাই কাছের পুকুরে সাঁতার কাটছে। গরম থেকে একটু স্বস্তি পেতে পুলে গোসল সারতে সবাই কমবেশি ব্যস্ত। অন্যদিকে এ কারণেই সবচেয়ে বেশি শিশুসন্তান ডুবে মারা যায় ফ্লোরিডায়। প্রতি বছরের হিসাবে সংখ্যাটি প্রায় ১৫ জন। এদের বেশির ভাগই ডুবে যায় সুইমিং পুলে। পাঁচ বছর বয়সী রিলে ব্রাডেন একটি সুইমিং পুলে সাঁতার কাটছিল। তার পাশেই ছিল এক পরিবার। তাদের সন্তান সবার অলক্ষ্যে চলে আসে পুলের কাছে। কেউ টেরও পায়নি ১৮ মাস বয়সী শিশুটি পানিতে ডুবে যেতে চলেছে। ২০০৯ সালের মে মাস। প্রাপ্তবয়স্ক কেউ জানেইনি একটি শিশু সুইমিং পুলে ডুবে গেল বলে। কিন্তু সাঁতার জানে রিলে।

সে দুবছর বয়স থেকেই সাঁতার করে। সে দ্রুত সাঁতরে ছুটে যায় শিশুটির কাছে এবং তাকে টেনে তোলে জল থেকে। শিশুটির বাবা-মা ওদিকে ভাবছিলেন শিশুটিকে জল থেকে তুলতে অভিজ্ঞ উদ্ধারকর্মীকে ডাকবেন। কিন্তু তার প্রয়োজন পড়েনি। নিজে ভালো সাঁতারু ও সাহসিকতাপূর্ণ বালকের প্রশংসায় পঞ্চমুখ পুরো যুক্তরাষ্ট্রবাসী। তাকে চাইল্ড হিরো বা খুদে নায়ক বলে ডেকে থাকে লোকে। পানিতে পড়ে যাওয়া ১৮ মাসের শিশুটি কোনো রকম আঘাত পাওয়ার আগেই তাকে নিরাপদ স্থানে সরিয়ে আনে মাত্র পাঁচ বছর বয়সী রিলে ব্রাডেন। দ্য গার্লস স্কাউট এই বীরত্বের জন্য রিলেকে পুরস্কৃত করে। রিলে ব্রাডেনের এই সাহসিকতাপূর্ণ ও জীবন রক্ষাকারী সাঁতার অণুপ্রেরণীয় হয়ে থাকবে সবার জন্যই।

 

সর্বশেষ খবর