৩৬৫ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই ইংলিশ বোলারদের তোপে ছন্নছাড়া বাংলাদেশ। ওপেনার তানজিদ হাসান রিস টপলি বলে ১ রানে সাজঘরে ফিরেছেন। তিনি বল মোকাবেলা করেছেন মোট ২ টি।
অন্যদিকে টপলির বলেই নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ১ বলে ০ রান করে।
এর আগে ডেভিড মালানের ১৪০, জো রুটের ৮২ ও জনি বেয়ারস্টো’র ৫২ রানে ভর করে টাইগারদের ৩৬৫ রানের টার্গেট দেয় ইংল্যান্ড।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন শেখ মেহেদী হাসান। শরীফুল ইসলাম পেয়েছেন তিন উইকেট। আর টাইগার কাপ্তান সাকিব আল হাসান নিয়েছেন একটি উইকেট। তাসকিন আহমেদও পেয়েছেন একটি উইকেট।
বিডি প্রতিদিন/নাজমুল