দশম গ্রেড ও শতভাগ বিভাগীয় পদোন্নতির দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন করেছে প্রাথমিকের সহকারী শিক্ষকরা। এছাড়াও বরিশাল বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হয়েছে।
প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের আয়োজনে বুধবার নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন করা হয়।
এতে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষক সমন্বয় পরিষদের বরিশাল বিভাগীয় সমন্বয়ক নাজমুল আলম। উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক তারিকুল ইসলাম পলিন, খলিল, মাইদুল, আক্তার, সাবিনা প্রমুখ।
মানববন্ধন শেষে বরিশাল বিভাগীয় কমিশনারের মাধ্যমে সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বরাবরে স্মারকলিপি দেন শিক্ষকরা।
বিডি প্রতিদিন/এএ