রবিবার, ৩০ জুলাই, ২০১৭ ০০:০০ টা
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে সেমিনার

সাংবাদিকদের আরও পেশাদারি ভূমিকা পালন করতে হবে

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে গতকাল ‘দি প্রেজেন্ট স্টেট অব জার্নালিজম ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগ আয়োজিত এই সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য এ কে এম এনামুল হক শামীম, উপ-উপাচার্য কে মওদুদ এলাহী, সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী আবদুল মান্নানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সেমিনারে অতিথি বক্তা হিসেবে অংশ নিয়ে বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের প্রধান নির্বাহী নঈম নিজাম বলেন, সংবাদ মাধ্যমকে সবসময়ই চ্যালেঞ্জের মধ্য দিয়ে সময় পার করতে হয়। সব ধরনের সমস্যা ও সংকট মোকাবিলায় গণমাধ্যম কর্তৃপক্ষ ও সাংবাদিকদের আরও পেশাদারি ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, প্রতিকূলতার মধ্যেও সাংবাদিক ও গণমাধ্যমকে জনগণের প্রতি সর্বোচ্চ দায়িত্বশীল থাকতে হবে। সেমিনারের বক্তব্য শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। তিনি বলেন, গণমাধ্যমের পথচলা কখনই মসৃণ নয়। সব চ্যালেঞ্জকে সামনে রেখেই আগামী প্রজন্ম সাংবাদিকতা পেশায় আসবে এবং সমাজ বিনির্মাণে ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর