বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

সেই নবজাতককে বাঁচানো গেল না

কুমিল্লা প্রতিনিধি

জেলার লাকসামে সড়কের পাশের ঝোঁপ থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক কন্যাশিশুটি চিকিত্সাধীন অবস্থায় মারা গেছে। একটানা ১৩দিন চিকিত্সাধীন থাকার পর গতকাল কুমিল্লা মেডিকেলে তার মৃত্যু হয়। গত ৬ সেপ্টেম্বর ওই নবজাতক কন্যাশিশুকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সে সময় তার নাকে স্কচটেপ লাগানো ছিলো। হাতে-পায়ে পিঁপড়া ও পোকামাকড়ের কামড়ের রক্তাক্ত চিহ্ন ছিলো। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিত্সার জন্য তাকে কুমিল্লা মেডিকেলে আনা হয়েছিল। এদিকে শিশুটি উদ্ধারের পরদিন ৭ সেপ্টেম্বর লাকসাম উপজেলার ভাটিয়াভিটা গ্রামের মেহেদী হাসান এবং তার স্ত্রী জহুরা আক্তার আইনি প্রক্রিয়ায় দত্তক নিয়েছিলেন। নাম রেখেছিলেন জান্নাতুল মাওয়া। কন্যা শিশুটির বাবার দায়িত্বভার গ্রহণ করা মেহেদী বলেন, এভাবে জান্নাতুল মাওয়া মারা যাবে কখনো ভাবিনি।

সর্বশেষ খবর