মাগুরা সদর উপজেলার বেঙ্গাবেরইল গ্রামে জাহিদ মোল্যা (৪৪) হত্যা মামলার দুই আসামি সাজ্জাদ হোসেন (৩৮) ও মতিয়ার রহমানকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৬। র্যাব-৬ গতকাল প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। র্যাব জানায়, মাগুরা সদরে রাঘবদাইড় ইউনিয়নের বেঙ্গা বেরইল গ্রামে গ্রাম্যদলাদলি এবং পূর্ব শত্রুতার জেরে জাহিদুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় জাহিদুলের মা বাদী হয়ে ২১ জুন ২৬ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা আরও ৮-১০ জনকে আসামি করে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন। মামলার ঘটনায় র্যাব-৬, ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। যার পরিপ্রেক্ষিতে আসামি দুজনকে গ্রেপ্তার করেছে র্যাব।