জয়পুরহাটে জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ দুই যুবককে আটক করেছে র্যাব। গতকাল ভোরে জয়পুরহাট সদর উপজেলার বার্মণপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৫ হাজার ৯০০ টাকার জাল নোট, নগদ ২ হাজার ৯০০ টাকার আসল নোট ও জাল নোট ছাপানোর সরঞ্জাম উদ্ধার করা হয়।
আটকরা হলেন- কালাই উপজেলার মূল গ্রামের আরাফাত আজিজুল হক (২০) ও নওগাঁর ধামইরহাটের আহসানুল্লাহ রিয়াদ (১৬)। জয়পুরহাট র?্যাব ক্যাম্প অধিনায়ক মেজর আসিফ আল রাজেক বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের জয়পুরহাট সদর থানায় সোপর্দ করা হয়ছে।