একজন বিদেশ ফেরত যাত্রী কী আনতে পারবেন, তা রয়েছে ব্যাগেজ বিধিমালায়। আকাশ ও নৌপথে আসা অপর্যটক যাত্রীদের ব্যাগেজ রুলস সুবিধার আওতায় সোনা, মোবাইল ফোনসহ ২৬টি পণ্য শুল্ক ও করমুক্ত সুবিধায় আনার সুযোগ দেয় সরকার। কিন্তু এ সুবিধার অপব্যবহারে স্থানীয় শিল্পের সর্বনাশ ডেকে আনছে। শুল্ক ও করমুক্তির সুবিধা নিয়ে বাণিজ্যিক উদ্দেশে দেদার আসছে সোনা-রুপা, মোবাইল ফোন, সিগারেটসহ ২৬ ধরনের পণ্য। এতে এসব পণ্য উৎপাদনের দেশীয় শিল্প মার খাচ্ছে। এ সুবিধার ফাঁক দিয়ে চোরাকারবারিদের সিন্ডিকেট দৌর্দণ্ড প্রতাপে দৌরাত্ম্য চালিয়ে যাচ্ছে। বিপুল রাজস্ব হারাচ্ছে সরকার। অর্থ পাচারের চলছে মহোৎসব। বাজুসের দাবি, বছরে অন্তত ৮০ কোটি টাকার সোনা আসছে অবৈধভাবে। সোনা-হীরা পাচার হচ্ছে প্রায় শত কোটি টাকার। এসব দেখে-বুঝেই চলতি বাজেটে ব্যাগেজ বিধিমালায় তিনটি বড় পরিবর্তন আনা হয়। অপব্যবহার রোধে নির্দিষ্ট করা হয় স্বর্ণালংকারের সংজ্ঞা। কিন্তু সিন্ডিকেটের অপতৎপরতা তাতে থেমে নেই। এ নিয়ে উদ্বিগ্ন জাতীয় রাজস্ব বোর্ড। তাদের শঙ্কা, নেপথ্যে ভয়ংকর সিন্ডিকেট কাজ করছে। গবেষণা সংস্থা সিপিডির ভাষ্য- এর সঙ্গে জড়িত আন্তর্জাতিক চক্র এবং দেশি চোরাকারবারিরা। এ দুবর্ৃৃত্ত চক্র ধরতে হবে। সোনাসহ অন্যান্য পণ্য চোরা পন্থায় কীভাবে দেশে আসে, খতিয়ে দেখতে হবে। কার্যকর পদক্ষেপে সে পথ বন্ধ করা জরুরি। আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে চোরাচালান বন্ধ অপরিহার্য। অন্যদিকে প্রবাসীদের কষ্টার্জিত অর্থ হুন্ডির বদলে বৈধ ব্যাংকিং চ্যানেলে পাঠানো উৎসাহিত করতে হবে। এতে মধ্যপ্রাচ্য থেকে সোনা আসা কমবে। দেখা যায়, ব্যাগেজ রুলস সুবিধায় ২৬ ধরনের পণ্য আনার ক্ষেত্রে অনেক যাত্রী শুধু বাহকের ভূমিকা পালন করেন। বিমানবন্দর থেকে বেরিয়েই তারা লাগেজ ভর্তি পণ্য তুলে দেন চোরাকারবিদের হাতে। সে পণ্য ছড়িয়ে পড়ে দেশের বাজারে। এতে ধ্বংস হচ্ছে স্থানীয় শিল্প কারখানা। এ পরিপ্রেক্ষিতে, দেশীয় শিল্প ও কর্মসংস্থান সুরক্ষায় ব্যাগেজ রুলস সুবিধা নিয়ে নতুন করে ভাবা দরকার। হুন্ডি ও সোনা চোরাচালান বন্ধ এবং ব্যাগেজ রুলসের অপব্যবহার রুখতে এ সংক্রান্ত বিশেষ সুবিধা বন্ধের বিকল্প নেই।
শিরোনাম
- জর্ডানে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ড, হতাহত ৬৬
- মৌসুমে প্রথমবার মুখোমুখি মোহামেডান-আবাহনী
- নালিতাবাড়ীতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
- টাইগারদের এমন হারের পর যা বললেন বিসিবি সভাপতি
- ’৭১ এর জুলুমের পুনরাবৃত্তি ’২৪ এ করেছে আওয়ামী লীগ : প্রেস সচিব
- ট্রাম্পের শপথের আগে ইউক্রেনে হামলা জোরদার রাশিয়ার
- বুদ্ধিজীবী কবরস্থানে চীরনিদ্রায় শায়িত হবেন কবি হেলাল হাফিজ
- দেশ গড়ার দ্বিতীয় সুযোগ কাজে লাগানোর আহ্বান আসিফ নজরুলের
- ভারতকে দেওয়া বিশেষ সুবিধা বাতিল করল সুইজারল্যান্ড
- পতিত স্বৈরশাসক মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবীদের দলীয়করণ করেছিলো: সালাম
- ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থায় ৯৩ মিসাইল ও ২০০ ড্রোন হামলা রাশিয়ার
- কিশোরগঞ্জে চোর সন্দেহে দু’জনকে পিটিয়ে হত্যা
- স্যাটেলাইটে ধরা পড়লো ইরানের নতুন ড্রোন ক্যারিয়ার
- শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল স্বাভাবিক
- ফের অভিশংসন ভোটের মুখে পড়তে যাচ্ছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট
- টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠাল ভারত
- জনগণের ইচ্ছা অনুযায়ী দ্রুত নির্বাচন হবে : আশাবাদ মির্জা ফখরুলের
- অপরাধীদের ক্ষমায় রেকর্ড করলেন বাইডেন!
- দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে অনিশ্চিত এমবাপ্পে
প্রকাশ:
০০:০০, শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ব্যাগেজ রুলসে সর্বনাশ
অপব্যবহার বন্ধের বিকল্প নেই
Not defined
সর্বশেষ খবর