‘মহাভারত’ নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন বলিউডের মিস্টার পারফিকসনিস্ট আমির খান। আগামী দশ বছর তিনি এই প্রজেক্টে নিজেকে সঁপে দিতে চান। এমনকি এ কাজের জন্য তিনি এতটাই প্যাশনেট যে, রাকেশ শর্মার বায়োপিকও ছেড়ে দিয়েছেন।
আপাতত মহাভারতই আমিরের ধ্যানজ্ঞান। আগামী দশ বছরে একাধিক ছবি তৈরি হবে এই মহাকাব্যকে ভিত্তি করে। সে ছবিগুলোতে অভিনয় তো তিনি করছেনই। এবার পরিচালনাতেও হাত দেওয়ার ইচ্ছে আছে তার। তার প্রযোজনাতেই ছবিগুলো বানানো হবে। ফলে আপাতত মহাভারত ছাড়া আমিরের মাথায় আর কিছু নেই। মহাভারত মহাকাব্যকে পর্দায় তুলে আনতে ভীষণভাবেই আগ্রহী আমির। ‘ঠাগস অব হিন্দুস্তান’ শেষ হওয়ার পর আগামী দশ বছর তাই তিনি হাতে আর অন্য কোনো কাজ রাখতে চান না। আপাতত এই সিরিজের প্রথম ছবি পরিচালনা করতে চলেছেন অদ্ভেত চন্দন। আমির খান প্রোডাকশনসের হয়ে ‘সিক্রেট সুপারস্টার’ ছবিটি পরিচালনা করেছিলেন তিনি। তার হাতেই ‘মহাভারত’ শুরুর গুরুভার পড়েছে। যে কোনো ছবিতেই শুটিং থেকে প্রোডাকশনের কাজে ওতপ্রোত ভাবে জড়িয়ে থাকেন আমির। তার সৃষ্টিশীল ভাবনা ছবিকে অন্য মাত্রা এনে দেয়। তাই আমিরের মহাভারত নিয়েও দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ রয়েছে।