জাতীয় নিরাপত্তার জন্য ভেনেজুয়েলা হুমকিস্বরূপ। এমন ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে সোমবার থেকে তেল সমৃদ্ধ দেশটির সাত কর্মকর্তার ওপর অবরোধ আরোপ করা হয়েছে।
২০১৩ সালে ভেনেজুয়েলার সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতায় যাওয়ার পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে বাজে দ্বিপাক্ষিক কূটনৈতিক বিরোধ। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করেছেন। তবে ভেনেজুয়েলার এনার্জি সেক্টর কিংবা বৃহত্তর অর্থনীতি এই আদেশের আওতামুক্ত থাকবে বলে জ্যেষ্ঠ মার্কিন প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন। এর ফলে মার্কিন-কিউবা সম্পর্কের মতো ওয়াশিংটন-কারাকাসের মধ্যকার সম্পর্কেও টানাপড়েন শুরু হবে।
এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে এই পদক্ষেপকে তার সরকার উৎখাতের প্রচেষ্টা বলে উল্লেখ করেছেন। ‘সাম্রাজ্যবাদী’ হুমকি মোকাবেলায় ডিক্রি জারির ক্ষমতা চাইবেন বলে তিনি জানিয়েছেন। এমনকি নিষেধাজ্ঞা জারি হওয়া এক কর্মকর্তাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মাদুরো। আল জাজিরা।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৫/ রোকেয়া।