ভেনেজুয়েলায় বিতর্কিত নির্বাচন কেন্দ্র করে বিক্ষোভে সোমবার একজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টাকালে এ ঘটনা ঘটে।
গত রোববার দেশটির নির্বাচনের ফল ঘোষণা করা হয়। তাতে বিজয়ী ঘোষণা করা হয় বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে। কিন্তু নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে সোমবার থেকেই রাজধানী কারাকাসসহ সারাদেশে বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুড়ে নিরাপত্তা বাহিনী।
বিরোধী শিবিরের দাবি, ভোটে প্রার্থী এডমুন্ডো গঞ্জালেস উরুশিয়ার সহজেই জয়ী হওয়ার ছিল। তবে রোববার রাতে দেশটির ইলেক্টোরাল কাউন্সিল ঘোষণা করেছে, ৬১ বছরের মাদুরো ৫১.২ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সারাদেশে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন বিরোধী নেতা মারিয়া কোরিনা। ফলাফল ঘোষণার পর লাতিন আমেরিকার কয়েকটি দেশ এ প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে প্রশ্ন তুলেছিল। সেই তালিকায় রয়েছে আর্জেন্টিনা, চিলি, কোস্টারিকা, পেরু, পানামা, ডোমিনিকান রিপাবলিক এবং উরুগুয়ে। তাদের সঙ্গে কূটনীতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
এদিকে ফল প্রকাশিত হওয়ার পরে মাদুরোকে অভিনন্দন জানান রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। মাদুরোকে পাঠানো এক বার্তায় তিনি বলেছেন, ‘দক্ষিণ আমেরিকার এ দেশটির সঙ্গে রাশিয়ার সব সময়ে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। গণতান্ত্রিক ও নীতিপরায়ণ রাষ্ট্রব্যবস্থা বজায় রাখতে আমরা দুজনেই সমান আগ্রহী। আপনাকে রাশিয়ায় স্বাগত জানাচ্ছি, প্রেসিডেন্ট।’