শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে সর্বোচ্চ উজাড় করে দিচ্ছেন ইলন মাস্ক। সুইং স্টেটগুলোর ভোটারদের ১০০ ডলার প্রস্তাব করছেন তিনি। রিপাবলিকান প্রার্থীর পক্ষে সমর্থন জানিয়ে বাক স্বাধীনতা এবং অস্ত্র রাখা সমর্থন করলেই মিলবে ইলন মাস্কের এ উপহার। এ জন্য একটি কর্মসূচি চালু করেছেন টেসলা প্রধান।
ইলন মাস্কের এ কর্মসূচির লক্ষ্য ১ মিলিয়ন স্বাক্ষর সংগ্রহ করা। যা মূলত সুইং স্টেটের ভোটারদের জন্যই শুরু করা হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষে এ স্টেটগুলোর কত শতাংশ ভোটার ঝোঁকেন তা যাচাই করে নেওয়াই প্রধান উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
ইলন মাস্ক এক্স হ্যান্ডলে পোস্ট করেন, ‘আপনি এবং আপনার পরিচিতরা যদি পেনসেলভেনিয়ার রেজিস্টার্ড ভোটার হন তবে বাক স্বাধীনতা এবং অস্ত্র রাখার অধিকারের সমর্থনে স্বাক্ষর করুন। আপনাদের ১০০ ডলার দেওয়া হবে। সোমবার মধ্যরাত পর্যন্ত এ অফার চলবে।’
এর আগেও ট্রাম্পের সপক্ষে সমর্থনের জন্য ভোটার পিছু ৪৭ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন ইলন মাস্ক। এবার তিনি বাড়িয়ে দিলেন টাকার অংক। সুইং স্টেটগুলো থেকে ১ মিলিয়ন স্বাক্ষর সংগ্রহ করতে পারলে ১০০ মিলিয়ন ডলার খরচের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তবে এ ক্ষেত্রে কোনো দুর্নীতি হোক চান না ইলন মাস্ক। তাই স্পেস এক্স এবং টেসলার মালিক জানিয়েছেন, চেক পেমেন্ট করা হবে রেজিস্টার্ড ভোটারদের। এবারের নির্বাচনে পেনসেলভেনিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেট। আর সুইং স্টেটগুলোর মধ্যে সবচেয়ে বেশি রেজিস্টার্ড ভোটার রয়েছে এই পেনসেলভেনিয়াতে।