গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নেওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সাবেক ১২ সামরিক কর্মকর্তার আনা খাবারও ফিরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান-২ নম্বরের ৮৬ নম্বর সড়কের ওই কার্যালয়ের সামনে যান সেনা, নৌ ও বিমানবাহিনীর সাবেক ১২ কর্মকর্তা। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরনের খাবার প্যাকেট, পানি ও কলা ছিল। কার্যালয়ের ১০০ গজ দূর থেকেই তাদের ফিরিয়ে দেয় পুলিশ। এদিকে বিকালে গুলশান কার্যালয়ে ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফিরে যাওয়ার সময় মেজর ওয়াহিদুন নবী (অব.) সাংবাদিকদের বলেন, ‘সেনাবাহিনীর সাবেক প্রধানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী না খেয়ে আছেন শুনে আমরা ব্যথিত হয়ে খাবার নিয়ে এসেছিলাম। কিন্তু পুলিশ আমাদের খাবার নিয়ে প্রবেশ করতে দেয়নি। পরে খাবার খালেদা জিয়ার কার্যালয়ে পৌঁছে দেওয়ার অনুরোধও রাখেনি পুলিশ। সাবেক প্রধানমন্ত্রীর খাবার বন্ধ রাখা মানবাধিকারের লঙ্ঘন। আমরা এর নিন্দা জানাই। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন মেজর ইফতেখার (অব.), স্কোয়াড্রন লিডার জামিল (অব.), কমান্ডার রেজা (অব.) প্রমুখ।
এদিকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে না গিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন খালেদা জিয়া। বিকালে গুলশান কার্যালয়ের নিচের তলায় ‘অবরুদ্ধ’ থাকা নেতা-কর্মীদের দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন খিলক্ষেত লেকসিটির নুরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান শামীম। খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘মহান ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য জীবনদানকারী ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ম্যাডাম দোয়ায় অংশ নিয়েছেন। তিনি দোতলা থেকে মহিলা নেত্রীদের নিয়ে এই দোয়ায় অংশ নেন।’ এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাবেক আইজিপি আবদুল কাইয়ুম, শিরিন সুলতানা প্রমুখ নেতা অংশ নেন। এ ছাড়া বেগম জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আল আমিন ডিউ, একান্ত সচিব আবদুস সাত্তার, নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল মজিদসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নেন। দোয়া মাহফিলের পর বাইরে অপেক্ষমাণ সাংবাদিক ও পুলিশ সদস্যদের জন্য কার্যালয়ের ভেতর থেকে তবারক ফল পাঠানো হয়। গত ৩ জানুয়ারি থেকে এই কার্যালয়ে অবস্থান নেওয়া বিএনপি চেয়ারপারসন কোথাও বেরোচ্ছেন না। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারেও যাননি তিনি। তবে তার পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের বেশ কয়েকজন নেতা। সকাল সাড়ে ৭টার দিকে তারা শহীদ মিনারে যান। প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক মাজেদুল ইসলাম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক আসাদুল করীম শাহীন, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা, সহ-সভাপতি রওশন আরা ফরিদ, ঢাকা মহানগর নেতা আবু সাঈদ খোকনসহ ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে ইনাম আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দলের পক্ষ থেকে আমরা আগে থেকেই সংলাপের আহ্বান জানিয়েছি। আশা করি, গণতান্ত্রিক ধারার স্বার্থে সংলাপের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা হবে। দাবি আদায়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছে এবং তা অব্যাহত থাকবে।’
শিরোনাম
- পাবনায় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আবির্ভাব দিবস উদযাপন
- ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত
- পঞ্চগড়ে সমতলের চা বাগানে পোকার আক্রমণ
- দিনাজপুরে মহিলা পরিষদের মানববন্ধন
- দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘাট সংকটে ভোগান্তি
- চট্টগ্রামে হাত-পা বাঁধা অজ্ঞাত মরদেহ উদ্ধার
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৬৬১
- ভুয়া প্রমাণ হলে জুলাই যোদ্ধা তালিকা থেকে বাদ দিয়ে আইনানুগ ব্যবস্থা
- বাংলাদেশ ও উইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ
- রংপুরে আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- রাকসু নির্বাচনে ১৭ কেন্দ্রে ৯৯০ বুথ, নিরাপত্তায় ২ হাজার পুলিশ
- পীরগাছায় পদ্মরাগ ট্রেনের ৬ বগি লাইনচ্যুত, ২০ যাত্রী আহত
- সঠিক সময়ে নির্বাচন না হলে গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : দুদু
- নেত্রকোনায় ওজোন স্তর দিবসে আলোচনা সভা ও প্রকৃতিবন্ধন
- সার আমদানির চুক্তি অনুমোদনে সরকারের সুপারিশ
- ইকোনমিক পার্টারনশিপ এগ্রিমেন্ট দ্রুত স্বাক্ষরে আশাবাদী জাপানের রাষ্ট্রদূত
- পেঁয়াজ আমদানির আইপি উন্মুক্তের দাবি আমদানি-রপ্তানিকারকদের
- ডেঙ্গু মোকাবিলায় ১২ দফা জরুরি নির্দেশনা
- বগুড়ায় মা-ছেলে খুন
- শর্তসাপেক্ষে দুর্গাপূজায় ভারতে ইলিশ পাঠাতে পারবে ৩৭ প্রতিষ্ঠান
শহীদদের জন্য খালেদার দোয়া
সাবেক সেনাকর্তাদের আনা খাবারও ফিরিয়ে দিল পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর