গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবস্থান নেওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য সাবেক ১২ সামরিক কর্মকর্তার আনা খাবারও ফিরিয়ে দিয়েছে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গুলশান-২ নম্বরের ৮৬ নম্বর সড়কের ওই কার্যালয়ের সামনে যান সেনা, নৌ ও বিমানবাহিনীর সাবেক ১২ কর্মকর্তা। এ সময় তাদের হাতে বিভিন্ন ধরনের খাবার প্যাকেট, পানি ও কলা ছিল। কার্যালয়ের ১০০ গজ দূর থেকেই তাদের ফিরিয়ে দেয় পুলিশ। এদিকে বিকালে গুলশান কার্যালয়ে ভাষা শহীদদের জন্য বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফিরে যাওয়ার সময় মেজর ওয়াহিদুন নবী (অব.) সাংবাদিকদের বলেন, ‘সেনাবাহিনীর সাবেক প্রধানের স্ত্রী ও সাবেক প্রধানমন্ত্রী না খেয়ে আছেন শুনে আমরা ব্যথিত হয়ে খাবার নিয়ে এসেছিলাম। কিন্তু পুলিশ আমাদের খাবার নিয়ে প্রবেশ করতে দেয়নি। পরে খাবার খালেদা জিয়ার কার্যালয়ে পৌঁছে দেওয়ার অনুরোধও রাখেনি পুলিশ। সাবেক প্রধানমন্ত্রীর খাবার বন্ধ রাখা মানবাধিকারের লঙ্ঘন। আমরা এর নিন্দা জানাই। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন মেজর ইফতেখার (অব.), স্কোয়াড্রন লিডার জামিল (অব.), কমান্ডার রেজা (অব.) প্রমুখ।
এদিকে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে না গিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন খালেদা জিয়া। বিকালে গুলশান কার্যালয়ের নিচের তলায় ‘অবরুদ্ধ’ থাকা নেতা-কর্মীদের দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি চেয়ারপারসন। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন খিলক্ষেত লেকসিটির নুরানী হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহমুদুল হাসান শামীম। খালেদা জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘মহান ২১ ফেব্রুয়ারি মাতৃভাষার জন্য জীবনদানকারী ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ম্যাডাম দোয়ায় অংশ নিয়েছেন। তিনি দোতলা থেকে মহিলা নেত্রীদের নিয়ে এই দোয়ায় অংশ নেন।’ এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, সাবেক আইজিপি আবদুল কাইয়ুম, শিরিন সুলতানা প্রমুখ নেতা অংশ নেন। এ ছাড়া বেগম জিয়ার প্রেসসচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আল আমিন ডিউ, একান্ত সচিব আবদুস সাত্তার, নিরাপত্তা সমন্বয়কারী অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল মজিদসহ অফিসের কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নেন। দোয়া মাহফিলের পর বাইরে অপেক্ষমাণ সাংবাদিক ও পুলিশ সদস্যদের জন্য কার্যালয়ের ভেতর থেকে তবারক ফল পাঠানো হয়। গত ৩ জানুয়ারি থেকে এই কার্যালয়ে অবস্থান নেওয়া বিএনপি চেয়ারপারসন কোথাও বেরোচ্ছেন না। ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারেও যাননি তিনি। তবে তার পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের বেশ কয়েকজন নেতা। সকাল সাড়ে ৭টার দিকে তারা শহীদ মিনারে যান। প্রতিনিধি দলে ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, অধ্যাপক মাজেদুল ইসলাম, গণশিক্ষাবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক আসাদুল করীম শাহীন, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফা, সহ-সভাপতি রওশন আরা ফরিদ, ঢাকা মহানগর নেতা আবু সাঈদ খোকনসহ ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে ইনাম আহমেদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘দলের পক্ষ থেকে আমরা আগে থেকেই সংলাপের আহ্বান জানিয়েছি। আশা করি, গণতান্ত্রিক ধারার স্বার্থে সংলাপের মাধ্যমে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে অবিলম্বে নির্বাচনের ব্যবস্থা করা হবে। দাবি আদায়ে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলছে এবং তা অব্যাহত থাকবে।’
শিরোনাম
- ভোটের মার্কা শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত
- ১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা
- ৫ অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ১৬ কর্মকর্তাকে বদলি
- ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিদর্শন করলেন নৌবাহিনী প্রধান
- বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
- উন্নয়নের নামে প্রতারণা করে ক্ষমতায় ছিল স্বৈরাচারী সরকার : রিজভী
- হাসিনার কল রেকর্ড ফাঁস : ‘এটা ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি’
- নাটোরে সেনা অভিযানে কিশোর গ্যাংয়ের ১২ সদস্য গ্রেপ্তার
- ভিডিও ছড়ানোর ‘মূলহোতা’ শাহ পরান পাঁচদিনের রিমান্ডে
- র্যাগিংয়ের নামে জুনিয়রদের যৌন হেনস্তার অভিযোগে ৭ ইসরায়েলি সেনা আটক
- চট্টগ্রামে টানা বর্ষণে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা
- জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে লক্ষ্মীপুরে ১৫ দিনের কর্মসূচি
- স্পেনের আদালতে নেতানিয়াহুর বিরুদ্ধে যুদ্ধাপরাধের তদন্ত শুরু
- জুলাই বিরোধী শিক্ষকদের পদোন্নতির প্রতিবাদে গোবিপ্রবি শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- সিরাজগঞ্জে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন
- টেস্ট র্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে হ্যারি ব্রুক
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির
- ওয়ানডে র্যাঙ্কিংয়ে জাকেরের বড় লাফ, শান্ত-লিটনের অবনমন
- খাগড়াছড়ি জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ শেফালিকা ত্রিপুরার
শহীদদের জন্য খালেদার দোয়া
সাবেক সেনাকর্তাদের আনা খাবারও ফিরিয়ে দিল পুলিশ
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর