বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ টা

বখাটের হাতে লাঞ্ছিত হয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় বখাটেদের হাতে লাঞ্ছিত হয়ে অপমানে আত্মহত্যা করে মৃত্যুর পথ বেছে  নিয়েছে এক স্কুলছাত্রী। উপজেলার ইদিলপুর ইউনিয়নের চক দুর্গাপুর গ্রামে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে। নিহত আয়শা সিদ্দিকা ওরফে মিষ্টি ওই গ্রামের মোস্তা মিয়ার মেয়ে ও পার্শ্ববর্তী মাদারহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

এ ঘটনায় পুলিশ রাতেই বখাটের সহযোগী আশরাফুল ইসলামকে আটক করেছে। তবে মূল অভিযুক্ত একই ইউনিয়নের  মাদারহাট গ্রামের নুরুল ইসলামের ছেলে বখাটে সোহেল মিয়া (২০) ও তার সহযোগীদের এখনও আটক করতে না পারায় ক্ষুব্ধ হয়ে উঠেছেন তার স্বজন, সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসী। তারা অভিযুক্ত বখাটেকে অবিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। আটক বখাটে আশরাফুল ইসলাম (১৮) একই গ্রামের নুরুল ইসলাম বুদা মিয়ার ছেলে ও মাদারহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. মতিউর রহমান নিহতের সহপাঠী ও পরিবারের বরাত দিয়ে জানান, আয়শা সিদ্দিকা মিষ্টিকে গত দুই বছর ধরে উত্ত্যক্ত করে আসছিল সোহেল মিয়া। ঘটনার দিন মঙ্গলবার বিকালে আয়শা স্কুল ছুটি হলে সহপাঠীদের সঙ্গে বাড়ি ফিরছিল। তখন সোহেল ৪/৫ জন সহযোগীসহ মাদারহাট খেয়াঘাট ব্রিজ এলাকায়  পথরোধ করে মিষ্টিকে প্রেমের প্রস্তাব দেয়। প্রস্তাবে রাজি না হওয়ায় সোহেল তার গালে থাপ্পড় মারে এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় আশেপাশের লোকজন চলে আসলে বখাটেরা পালিয়ে যায়। সেই অপমান সহ্য না করতে পেরে বাড়ি এসে সন্ধ্যার পর  সবার অজান্তে বিষপান করে মিষ্টি। সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, অসুস্থ মিষ্টিকে বাড়ির লোকজন পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা হাসপাতাল মর্গে পাঠান হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এছাড়া বখাটে সোহেল ও তার অপর সহযোগীদের আটকের চেষ্টা চলছে। সোহেলের বাবা ও ভাইকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ খবর