রাজধানীর উত্তরায় কিংফিশার রেস্টুরেন্ট ও বারে অভিযান চালিয়ে সেপটিক ট্যাংক থেকে বিপুল পরিমাণ বিয়ার এবং বিদেশি মদ জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় এমরান হোসেন ওরফে বাবু ও আলমগীর কবির নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।
বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক নেতার ছত্রছায়ায় বারটিতে অসামাজিক কার্যকলাপ ও বেপরোয়াভাবে মাদক ব্যবসা পরিচালনা হয়ে আসছিল বলে জানিয়েছে ডিএনসি। এর মালিক মোক্তার হোসেন বিদেশে থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। গতকাল ডিএনসির ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ বলেন, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার কিংফিশার রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভবনের নিচতলার সাবস্টেশন সংলগ্ন একটি বৃহৎ আকারের সেপটিক ট্যাংক থেকে বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ১ হাজার ২০৮ বোতল মদ ও ৮৫৪ ক্যান বিয়ার জব্দ করা হয়েছে।