সহিংসতায় আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রোগীদের খোঁজখবর নিলেন ১৪ দলের নেতারা।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ১৪ দলের নেতাকর্মীরা হাসপাতালে জরুরি বিভাগ দিয়ে প্রবেশ করে ১০১ নম্বর ওয়ার্ডে ভর্তি থাকা আহত রোগীদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
এ সময় তারা হাসপাতালে ভর্তি থাকা পুরাতন ভবনের নিচতলায় একটি ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা বেশ কয়েকজন রোগীর খোঁজখবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন।
হাসপাতাল থেকে বের হয়ে ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু সাংবাদিকদের বলেন, কোটা সংস্কার আন্দোলনে দল-মত নির্বিশেষে আহত ও নিহতদের পরিবারকে সহযোগিতা করবে সরকার।
বিডি প্রতিদিন/জুনাইদ