বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনের স্মার্ট প্যানেলের প্রার্থীরা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতা মোকাবিলা করে দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দিত করে বলেছেন, বীর মুক্তিযোদ্ধারা সন্তানদের নিয়ে আগের মতোই শেখ হাসিনার সঙ্গে রয়েছে এবং থাকবে। এক বিবৃতিতে তারা জামায়াত-শিবিরকে নিষিদ্ধকরণকে সরকারের ‘সময়োপযোগী সিদ্ধান্ত’ হিসেবে স্বাগত জানান। তারা বলেন, নিষিদ্ধ করে বসে থাকলে হবে না, স্বাধীনতার স্বপক্ষ শক্তিকে সংগঠিত হতে হবে এবং জামায়াত-শিবিরের ওপর নজরদারি রাখতে হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেন স্মার্ট প্যানেলের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাবেক সচিব কে এম মোজাম্মেল হক, মহাসচিব প্রশাসন সফিকুল বাহার মজুমদার টিপু, অতিরিক্ত সচিব ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কায়কোবাদ, আনোয়ার হোসেন পাহাড়ী বীরপ্রতিক, মো. তাজুল ইসলাম, শাহজাহান মৃধা বেনু, মো. সাহাব উদ্দিন, মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা টাওয়ারের সভাপতি বাহার উদ্দিন রেজা বীরপ্রতিক, সেক্রেটারি আবু শহীদ বিল্লা বকুল, ঢাকা-১৫ আসনের মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি আহাম্মদ উল্ল্যা রতন, সেক্রেটারি এ বি ছিদ্দিক মোল্লা, তেজগাঁও মুক্তিযোদ্ধা সমিতির সভাপতি মোহাম্মদ শাহাজাহান, সেক্রেটারি এ কে এম ফরিদ ইসলাম, মিরপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাপতি নাজির আহমেদ চৌধুরী মাকছুদ, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সংগঠনের সভাপতি সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন প্রমুখ।