বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে ক্যাম্পেইন করা হয়েছে।
প্লাস্টিকের ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর মাঝে সচেতনতা তৈরি করা হয়। একই সাথে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বিকল্প হিসেবে কাপড়ের বা পাটের তৈরি ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হয়।
তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা কামরুন্নাহার বলেন, পলিথিন ব্যাগ পচে যেতে কয়েকশত বছর সময় নেয়, যা পরিবেশ দূষণ ও প্রকৃতির ভারসাম্য বিনষ্ট করে।
তারাকান্দা উপজেলা শুভসংঘ শাখার সভাপতি আবু সায়েম আকন্দ ব্যক্ত করেন আমাদেন সবার উচিত প্লাস্টিক ব্যবহার পরিহার করা, এর পরিবর্তে পরিবেশবান্ধব ও পুনঃব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করা।
এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সদস্য আরশী, সিহাব, আদনান, মীম, রত্না, তৌফিক প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ