ঠাকুরগাঁও সদর উপজেলায় হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় এক মাসের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। শুক্রবার (০৮ নভেম্বর ) বেগুনবাড়ী ইউনিয়নের কোঠাপাড়া মাদরাসা ও এতিমখানা কর্তৃপক্ষের হাতে এই উপহার তুলে দেন ঠাকুরগাঁও বসুন্ধরা শুভসংঘের সদস্যরা।
ওই মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীসহ ৪৫ জনের এক মাসের খাবার হিসেবে ৫০ কেজি চাল উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাদরাসার মুহতামিম হাফেজ মোহাম্মদ শাহ আলম, বসুন্ধরা শুভসংঘ ঠাকুরগাঁও জেলা শাখার মো. রাতুল হাসান শাফি, কার্যকরী সদস্য আস্রারুল হক জামালী,আবু সুফিয়ান, লাবুসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
রাতুল বলেন, মাদ্রাসায় ভালো কাজ করলে নিজের আত্মার ভিতরে এক প্রশান্তি কাজ করে। বসুন্ধরা শুভসংঘ এমন খাদ্য সহায়তাসহ অজস্র শুভ কাজে সবার পাশে কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/আশিক