বসুন্ধরা শুভসংঘের জীবননগর উপজেলা শাখার আয়োজনে 'এসো শুদ্ধ উচ্চারণে বলি বাংলা' শিরোনামে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) উপজেলা সদরের জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ব্যাকরণ মল্লিকা গ্রন্থের লেখক ও ফ্রিল্যান্স শিক্ষক মো. রুহুল আমিন মল্লিক এবং জীবননগর প্রমিত বাংলা পরিষদের সম্পাদক প্রাথমিক শিক্ষক মো. মোমিন উদ্দীন।
ষষ্ঠ শ্রেণির ১৮জন শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। কবিতা পাঠের মাধ্যমে শুদ্ধ উচারণ প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকৃত প্রতিযোগীদেরকে ক্রেস্ট দিয়ে পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শারমিন, দ্বিতীয় স্থান লাভ করে সৌহার্দ এবং তৃতীয় স্থান লাভ করে উম্মে মারিয়াম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের জীবননগর প্রতিনিধি ও চুয়াডাঙ্গার স্থানীয় দৈনিক মাথাভাঙ্গা ” পত্রিকার ব্যুরো প্রধান মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাংবাদিক মিথুন মাহমুদ, জীবননগর থানা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, সহকারী শিক্ষক আলিমা খাতুন, মাহবুব আরা, সহকারী শিক্ষক ও শুভ সংঘের সদস্য জাহিদুর রহমান, বেলাল হোসেন, ফারুক আহমেদ, মুনিয়া আহমেদ, জেসমিন আরা, সুমাইয়া সিদ্দিকা, বসুন্ধরা শুভ সংঘের জীবননগর উপজেলা শাখার সভাপতি শামসুল আলম, এবং শুভ সংঘের উপজেলা কমিটির উপদেষ্টা ও কালের কণ্ঠের জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি মো. জহিরুল ইসলাম।
বিডিপি/নাজমুল