কনকনে শীতে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে কম্বল পেয়েছেন ময়মনসিংহের গৌরীপুর রেলস্টেশনের হতদরিদ্র, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষ। বুধবার দুপুরে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ঐতিহাসিক ‘গৌরীপুর জংশনে’ ২০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় তীব্র শীতের মধ্যে কম্বল পেয়ে সকলেই খুশিতে আত্মহারা হন। এ সময় মনোয়ারা, হাদিসা, জয়নাবা ও গফুর মিয়াসহ অনেকেই কম্বল পেয়ে জানান, তীব্র শীতের মধ্যে তারা চটের বস্তা দিয়ে শীত নিবারণ করছিলেন।
রূপালি (৪৫) নামে আংশিক মানসিক প্রতিবন্ধী নারী হাত তুলে দোয়া করে বলেন, ‘অহন গয়ম (গরম) লাগবো, মজা কইর্যা ঘুমাইয়াম। ’
ভাসমান আইনাল হক (৫০) বলেন, এই কম্বলেই অহন আমার সম্বল অইবো। আর ঠাণ্ডা লাগতো না। ’
কম্বল বিতরণে সার্বিক দায়িত্ব পালন করেছেন সভাপতি শংকর ঘোষ পিলু, সাধারণ সম্পাদক হারুন মিয়া, সহ-সম্পাদক সানজিদা আক্তার, শামীমা আলভী, সদস্য রাকিবুল ইসলাম রাকিব, ওবায়দুর রহমান, তানজিদ হাসান সৌরভ, মো. সুজন মিয়া।
বিডি-প্রতিদিন/শআ