পাঁচটি ভিন্ন ভাষায় 'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি' গানটি গেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাংলা, ইংরেজি, ফরাসি, হিন্দি ও আরবি ভাষায় বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইন্সটিটিউটের ৮ শিক্ষার্থী এ গান পরিবেশন করেন।
বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ও বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ গানের পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এ ব্যাপারে আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রভাষক মো. রিয়াদুল ইসলাম বলেন, ‘আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এ ব্যতিক্রমধর্মী আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের কোনো শহীদ মিনারের সামনে এই প্রথম এ গানটি ৫টি ভাষাতে একইসাথে গাওয়া হয়েছে।’
এ সময় তিনি ইনস্টিটিউটের পরিচালকের পক্ষ থেকে আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।
বিডি-প্রতিদিন/২২ ফেব্রুয়ারি, ২০১৯/মাহবুব