ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন ফরিদপুরের শিক্ষার্থী নাহনুল কবির নুয়েল। নাহনুল ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের ছাত্র। তার মোট নম্বর ৯৬ দশমিক ৫০ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৬ দশমিক ৫০)।
আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে তাবিয়া তাসনিম ও সাবরিন আর্কার কেয়ার প্রাপ্ত নম্বর সমান। দুজনেরই প্রাপ্ত নম্বর ৯৬ দশমিক ২৫ (মূল পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৭৬ দশমিক ২৫)।
তাবিয়া বরিশাল গভর্নমেন্ট উইমেন্স কলেজ আর সাবরিন মাদারীপুরের সরকারি নাজিমুদ্দীন কলেজের ছাত্রী৷
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, ‘খ’ ইউনিটের ভর্তি কার্যক্রম শেষ করে দ্রুততম সময়ে এই শিক্ষাবর্ষের শ্রেণি কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা