২৮ নভেম্বর, ২০২২ ১৭:৫৮

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

টাঙ্গাইল প্রতিনিধি

মির্জাপুর ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ ৫

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবহিকতা অব্যাহত রেখে এবারের এসএসসি পরীক্ষায় শতভাগ জিপিএ-৫ পেয়েছে। চলতি বছর এই শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে ৫০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে সকলেই জিপিএ-৫ পেয়েছে।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, শাহিল শাদাফ সৃজন, জয়তি নন্দন পাল, মবিন ভুইয়া ধ্রুব, নিয়জ মাহাবুব, তাহসিন রিয়ান নুর, মুশফিকুল ইসলাম সাফিন, আপন সিকদার, রাতুল হাসান অমি, ইরাম আল আরাফ আখর, আহমদ শাদ, আহমেদ আল নাহিয়ান মাহের, শাহরিয়ার মুস্তাফিজ তাসিন, আব্দুল্লাহ আল মারুফ, আরিয়ান ইবনে আরিফ, ইরফান খান প্রত্যয়, খশরুজ্জামান সামিত, আশরাফুল ইসলাম মাহির, আফনান ইশরাক, রিদোয়ান শরিফ রাইস, রাইক আরিয়ান জামান, সাকিব মাহামুদ খান, আব্দুল্লাহ মাহামুদ রাজিন, মাহাদি রিজওয়ান,তারিকুল ইসলাম আকন্দ, নাজমুস সাদাত, ইশতিয়াক আহমেদ রাহাত, শামিন সাদাফ ওসিয়ান, মীল তালহা রিদওয়ান, আওলাদ হোসেন রিয়াস, আফিফ মীর্জা হাসান, খন্দকার মাহাদি কায়সার, রায়হান কবির, শুভ চন্দন সরকার, ফাহমিদ আলী পাঠান, নাফিজ জুবায়ের নয়ন, শেখ আদিল মাহামুদ কামাল, আহনাফ মুজতাহিদ মিয়া, আশির ইনতিসার কাব্ব, নীরব কবির ইফতি, নাফিউল খালিদ, লাবিব মুনতাসির চৌধুরী, মাহাফুজ আহমেদ সোহান, কাইয়ুম হাসান আবির, রাকিবুল ইসলাম হাসিব, পিয়াস আহমেদ, আবরার ইশাক নিহাল, মেহেদি হাসান সিয়াম, মিরাজুল ইসলাম তাহারাত, মাহাফুজ আহমেদ মাহি, আবরার আহমেদ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, শিক্ষার্থীদের পড়ায় মনোনিবেশ ও ঐকান্তিক প্রচেষ্টা শিক্ষক অভিভাবকদের সহায়তায় এই ভাল ফলাফল এসেছে। কলেজের এই ধারাবাহিক সাফল্যের জন্য তিনি সকল শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানান।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর