বাংলাদেশের কেন্দ্রীয় বিতর্ক সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ’র (এনডিএফ বিডি) ৯টি অঞ্চলের প্রায় ৬৪ জেলার বিতার্কিক ও সংগঠকদের অংশগ্রহণে আগামী ৯-১০ জুন রংপুর পর্যটন মোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ম এনডিএফ বিডি লিডারশিপ ট্রেনিং ক্যাম্প-২০২৩।
লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে সারা বাংলাদেশ থেকে প্রায় ১২০ জন লিডার অংশগ্রহণ করবে। দুই দিনব্যাপী লিডারশিপ ট্রেনিং ক্যাম্পে থাকবে বিভিন্ন ওয়ার্কশপ, টিম টাস্ক, দর্শনীয় স্থান ভ্রমণ এবং সাংস্কৃতিক আয়োজন। এছাড়াও থাকবে এনডিএফ বিডি’র সাংগঠনিক বেশ কিছু কার্যক্রম।
উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. হাসিবুর রহমান, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং এনডিএফ বিডি’র উপদেষ্টা শাহ রেজওয়ান হায়াত, সভাপতিত্ব করবেন ক্যাম্প চেয়ার এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান একেএম শোয়েব। প্রধান সমন্বয়ক হিসেবে স্বাগত বক্তব্য রাখবেন এনডিএফ বিডি’র চেয়ারম্যান উপদেষ্টা কৃষিবিদ ফিরোজ কবির কিরণ প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ড. চিত্ররেখা নাজনীন, অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু সালেহ ওয়াদুদুর রহমান তুহিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ। সভাপতিত্ব করবেন ক্যাম্প চেয়ার এবং ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান একেএম শোয়েব।
বিডি প্রতিদিন/এমআই