অফিস কক্ষে কর্মকর্তাদের ভিতরে রেখে তালা লাগিয়ে দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল হলের শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের দাবি, হলে দীর্ঘদিন নেই ইন্টারনেট, পাওয়া যাচ্ছে না পানযোগ্য পানি। এছাড়াও হলের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল এবং মাঠে বহিরাগতদের আনাগোনা বন্ধ করতে পদক্ষেপ নিচ্ছে না হল প্রশাসন।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে চার দফা দাবি আদায়ে কর্মকর্তাদের ভেতরে রেখে হলের অফিস কক্ষে তালা দিয়েছেন শিক্ষার্থীরা।
লোক প্রশাসন বিভাগের জুনায়েদ বলেন, হল প্রভোস্ট আমাদের বিভিন্ন আইন এবং নৈতিকতা দেখিয়ে দেখিয়ে মুলা ঝুলিয়ে রেখেছেন। আমাদের সমস্যা নিয়ে তার কোনো আন্তরিক পদক্ষেপ নাই। সমস্যা নিয়ে গেলে উল্টো আমাদের বিভিন্ন সমস্যা খুঁজে বের করে মূল বিষয় এড়িয়ে চলে যান।
এ বিষয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মামুন মিয়া বলেন, হলের ওয়াইফাই যে সমস্যা, এই সমস্যা অন্যান্য হলেও ছিল। সেখানে সমাধান হলেও আমাদের হলের ইন্টারনেট সমস্যার সমাধান হয়নি। পানির সমস্যা নিয়ে আমরা বারবার বলেছি, প্রভোস্ট স্যারকেও জানিয়েছি তবে সমাধান পাইনি। শেষে আমরা তালা দিতে বাধ্য হয়েছি, যাতে আমাদের দাবিগুলো তারা নজরে নেন।
আন্দোলনরত ইতিহাস বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী এইচ টি ইমাম বলেন, দীর্ঘদিন ধরে আমরা বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে আসছি। আমাদের পানির সমস্যা, শৌচাগারের সমস্যা, অনেকের কক্ষে দেয়াল বেয়ে পানি পড়ে। আমাদের মাঠে হলের ছেলেরা খেলতে পারে না, বহিরাগতদের দখলে থাকে মাঠ। হলের ওয়াইফাই সংযোগে অনেক সমস্যা। এখনো এসব সমস্যার সমাধান হয়নি।
এ বিষয়ে জানতে চাইলে আলাওল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম বলেন, শিক্ষার্থীদের সঙ্গে আমাদের কথা হয়েছে। ইন্টারনেট সমস্যার বিষয়ে আইসিটি সেলের সঙ্গে কথা হয়েছে। সমাধানযোগ্য ইস্যুগুলো আগামী দুই দিনের মধ্যে সমাধান করা হবে। আমাদের একটু সময় দিতে হবে।
বিডি-প্রতিদিন/বাজিত