দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জনের লিফলেট বিতরণের মাধ্যমে সরব হয়েছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন নয়াবাজার এলাকায় এ কর্মসূচি পালন করে ছাত্রসংগঠনটির নেতাকর্মীরা।
এসময় সংগঠনটির সদস্যরা ওই এলাকার বিভিন্ন দোকানপাট, পথচারী, যানবাহনে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে ভোটারদের ৭ জানুয়ারির নির্বাচন বর্জনের আহ্বান জানান।
এতে নেতৃত্ব দেন ছাত্রদলের দপ্তর সম্পাদক ও লোক-প্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মনির হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শাবি ছাত্রদল নেতা রাহাত জামান, নাঈম সরকার, মিঠু সরকার, মোস্তাকিন প্রমুখ।
এ বিষয়ে দপ্তর সম্পাদক মনির হোসেন বলেন, এ দেশের মানুষের ভোটাধিকার ও সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশের বৃহত্তর গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপি ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করেছেন। এই সরকার বিরোধীদল মতাবলম্বী নেতাকর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলা-হামলা দিয়ে হয়রানি করছে এবং কারাগারে বেআইনিভাবে আটকে রেখেছে। আমরা শাবি ছাত্রদল বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দিদের মুক্তি এবং জেল জুলুম ও নির্যাতনের তীব্র নিন্দা জানাচ্ছি।
বিডি প্রতিদিন/আরাফাত