জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। ‘চ’ ইউনিট (চারুকলা অনুষদ) দিয়ে শুরু হচ্ছে এবারের ভর্তি পরীক্ষা। আসন প্রতি লড়বেন ২৩ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে সাড়ে ১১টা পর্যন্ত চলবে এই পরীক্ষা। চারুকলা অনুষদের ৬০টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করবেন মোট এক হাজার ৩৭৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।
এবার বিষয় পছন্দক্রম (সাবজেক্ট চয়েস) দিতে হবে ভর্তি পরীক্ষার পরে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, ‘Subject Choice ভর্তি পরীক্ষার পরে নেওয়া হবে। এখন শুধু ছবি এবং স্বাক্ষর আপলোড দিয়ে পেমেন্ট সম্পন্ন করতে হবে।’
ভর্তি পরীক্ষার সার্বিক প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, পরীক্ষা আয়োজনে আমাদের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তিন শিফটে পরীক্ষা নেওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার্থীর সংখ্যা কম হওয়ায় এক শিফটেই হবে। পরীক্ষায় ব্যবহারিক অংশে ৪৮ নম্বর, বহুনির্বাচনি প্রশ্নে ২৪ নম্বর বরাদ্দ থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত