রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্থানীয় শিমুল নামের এক ছাত্রের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরসহ ১০-১৫ জন অজ্ঞাত আসামি করে এ মামলা করা হয়। বৃহস্পতিবার নগরীর মতিহার থানার ওসি আব্দুল মালেক তথ্যটি নিশ্চিত করেছেন।
ওসি বলেন, মৃত শিমুলের বাবা বাদী হয়ে বিশ্ববিদ্যালযের সহাকারী প্রক্টরসহ ১০-১৫ অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেছেন। তবে বাদী মামলার এজহারে কারো নাম উল্লেখ করেনি।
এর আগে, গত ২৩ জানুয়ারি রাত ৯টার পর বিশ্ববিদ্যালয়ের কুদরত-ই-খুদা ও স্যার জগদীশ চন্দ্র বসু ভবনের মাঝে মেয়ে সহপাঠীর সঙ্গে অবস্থান করছিলেন শিমুল। এসময় প্রক্টরিয়াল বডির টহলরত গাড়ি জগদীশ চন্দ্র বসু ভবনের পিছনে আসে। তখন গাড়ি দেখে শিমুল ও তার সহপাঠী বাইক নিয়ে তাড়াহুড়ো করে ওই জায়গা ত্যাগ করেন। এ সময় দুর্ঘটনায় আহত হন শিমুল এবং হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ছাত্র নগরীর পশ্চিম বুথপাড়া এলাকা।
বিডি প্রতিদিন/আরাফাত