স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি না পেলে শনিবার বিকেল থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায় সড়ক ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে 'বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ'। অবশ্য বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে রবিবার সকালে কয়েক ঘণ্টা এ কর্মসূচি শিথিল রাখা হবে।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা।
নতুন কর্মসূচি ঘোষণার সময় কলেজের সামনের মহাখালী-গুলশান সড়কে তখনো অবরোধ চলছিল।
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর প্লাটফর্ম 'তিতুমীর ঐক্যের' নেতা গণিত বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, শনিবার বিকেল ৪টার মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি না এলে আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা অবরোধ করব। সড়ক ও রেলপথ এর আওতায় পড়বে।
বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে রবিবার ভোর ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই কর্মসূচি শিথিল থাকবে বলেও জানান তিনি।
আমিনুল ইসলাম বলেন, এরপর থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।
স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ সাত দাবিতে এই আন্দোলন করছেন তিতুমীরের শিক্ষার্থীরা। শুক্রবার দুপুর আড়াইটার দিকে কলেজের প্রধান ফটকের সামনের রাস্তায় দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন তারা। এর আগে, বৃহস্পতিবার দুপুর থেকে ভোর তারা সড়ক অবরোধ করা হয়। তাতে আশপাশের বিভিন্ন এলাকায় দিনভর ব্যাপক যানজট তৈরি হয়, চরম ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ।
আন্দোলনকারীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, ‘বিশ্ববিদ্যালয়’ প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত না হলে অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করা।
এছাড়া, ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম আইন এবং সাংবাদিকতা বিষয় সংযোজন, অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ, শিক্ষার গুণগতমান শতভাগ বাড়াতে আসন সংখ্যা সীমিত এবং আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করা।
প্রসঙ্গত, ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। এর মধ্যে একটি কলেজ হচ্ছে সরকারি তিতুমীর কলেজ। অধিভুক্তির পর থেকে এখন পর্যন্ত এই কলেজের অ্যাকাডেমিক সব কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিচালিত হয়ে আসছে।
এর আগে সরকারি তিতুমীর কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ছিল।
বিডি প্রতিদিন/কেএ