আয়কর ব্যক্তি ও পরিবারকে সুরক্ষা দিতে পারে বলে মন্তব্য করে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, ‘আয়কর সনদ সর্বক্ষেত্রে প্রযোজ্য। আয়কর দেওয়ার অর্থ এই নয় যে আপনার উপর আয়করের বোঝা বেড়ে যাবে। আয়কর দিয়ে দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে।’
বুধবার সিলেট সিটি করপোরেশনের ৭, ৮, ৯ ও ১০ নং ওয়ার্ডে আয়কর জরিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নিজেকে সরকারের একজন ‘ট্যাক্স কালেক্টর’ দাবি করে মেয়র আরিফ বলেন, ‘এখনও সিসিকের ৬০ ভাগ ট্যাক্স পাওনা রয়েছে। অনেকে ১৬ বছর ধরেও ট্যাক্স দেয় না। এটা সহজীকরণ প্রক্রিয়ায় আদায় করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। অন্য অঞ্চলের তুলনায় সিলেটের প্রেক্ষাপট ভিন্ন। এখানে লোকজনকে বুঝিয়ে বললে সহজে করদাতা বাড়াতে পারবেন। এখন পুরুষ থেকে নারীরা অধিক সচেতন। তাই কর আদায়ে ডোর টু ডোর গিয়ে নারীদের উদ্যোগী করতে হবে। নারীদের বুঝাতে পারলে তারাই পরিবার প্রধানকে বুঝাতে সক্ষম হবেন।’
সিলেট কর অঞ্চলের কর কমিশনার রনজিত কুমার সাহার সভাপতিত্বে ও সহকারী কর কমিশনার মো. নাসির উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন- যুগ্ম কর কমিশনার পঙ্কজ লাল সরকার, সিটি কাউন্সিলর আফতাব হোসেন খান, মো. ইলিয়াছুর রহমান, মখলিছুর রহমান কামরান, তারেক উদ্দিন তাজ, আয়কর আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম