ঢাকায় নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের রিপোর্টার ফখরুল ইসলাম ও ক্যামেরাপার্সন শেখ জালালের ওপর বন্ড সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (টিসিজেএ) এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে সাংবাদিক ছাড়াও সিলেটের সুধী সমাজের প্রতিনিধিরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, দেশে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতন ধারাবাহিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরবতা ও নিষ্ক্রিয়তার কারণে দিন দিন এসব হামলার ঘটনা বাড়ছে। এতে সারাদেশের মতো সিলেটের সাংবাদিকরাও উদ্বিগ্ন।
বক্তারা অবিলম্বে ঢাকায় সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
টিসিজেএ’র সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে ও সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক এস সুটন সিংহের পরিচালনায় মানবন্ধনে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক-সুজন সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ব্যুরো প্রধান ইকবাল সিদ্দিকী, সময় টিভির ব্যুরো প্রধান ইকরামুল কবির, বাপা সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক