সিলেটের এমসি কলেজ হোস্টেলের সামনে থেকে এক হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল রবিবার রাতে তাকে ইয়াবাসহ আটক করা হয়। তার নাম আহমেদ মোস্তফা শিকদার ওরফে পরশ আলী (৫১)।
তিনি সুনামগঞ্জ সদরের ইসলামপুর পশ্চিমপাড়ার মৃত আহমেদ সেকান্দর শিকদারের ছেলে। তিনি শাহপরানে সোনার বাংলা আবাসিক এলাকায় বসবাস করছিলেন।
আজ সোমবার র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরশ আলীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে জব্দকৃত ইয়াবাসহ তাকে শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর