১৬ অক্টোবর, ২০২১ ১৭:৫৬
জেলা ও মহানগর কমিটি বাতিলের দাবি

সিলেটে এবার প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে রাস্তায় ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটে এবার প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে রাস্তায় ছাত্রলীগ

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

কেন্দ্র থেকে ঘোষিত সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের শীর্ষ চার পদ প্রত্যাখান ও আংশিক কমিটি বাতিলের দাবিতে লাগাতার আন্দোলনের অংশ হিসেবে প্লাকার্ড ও ফেস্টুন নিয়ে রাস্তায় নেমেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। আজ শনিবার বিকেলে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ছাত্রলীগ নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

মানববন্ধনে অংশগ্রহণকারী ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে ‘১ কোটি ২০ লাখ টাকায় সিলেটের ছাত্রলীগ নিহত’, ‘অছাত্র দিয়ে সিলেট ছাত্রলীগের কমিটি মানি না- মানবো না’, ‘পকেট কমিটি মানি না- মানবো না’- স্লোগান লেখা প্লাকার্ড ও ফেস্টুন দেখা যায়। এর আগে, খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে চৌহাট্টায় আসেন সিলেট ছাত্রলীগের বিদ্রোহী নেতাকর্মীরা।

প্রসঙ্গত, দীর্ঘদিন কমিটিবিহীন থাকার পর গত ১২ অক্টোবর কেন্দ্র থেকে সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। সিলেট জেলা ছাত্রলীগের নতুন সভাপতি করা হয় মো. নাজমুল ইসলামকে ও সাধারণ সম্পাদক হন রাহেল সিরাজ। অপরদিকে, সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি করা হয় কিশোয়ার জাহান সৌরভকে ও সাধারণ সম্পাদক করা হয় নাঈম হাসানকে। 

শীর্ষ পদে এই চারজনের নাম ঘোষণার পরই ছাত্রলীগ তেলিহাওর গ্রুপের নেতাকর্মীরা কমিটি প্রত্যাখান করে আন্দোলনে নামেন। সংবাদ সম্মেলন করে তারা অভিযোগ করেন- ১ কোটি ২০ লাখ টাকায় কেন্দ্রীয় নেতারা শীর্ষ এই চার পদ বিক্রি করে দিয়েছেন। কমিটি বাতিল না করা পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর