সিলেটে বজ্রপাতে এক প্রবাসী নিহত হয়েছেন। এছাড়া ডোবা থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত এক যুবকের লাশ। সিলেটের কানাইঘাটে বজ্রপাত ও মহানগরীর টুকেরবাজারে ডোবা থেকে লাশ উদ্ধারের ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকাল ১১টার দিকে কানাইঘাট উপজেলার দর্পনগর পশ্চিম (করচটি) গ্রামের পার্শ্ববর্তী সুরমা নদীর তীরে গরু চরাতে যান ওমান ফেরত মোহাম্মদ মাহতাব উদ্দিন। এসময় বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত মাহতাব দর্পনগর পশ্চিম গ্রামের রফিকুল হকের ছেলে। বজ্রপাতে মাহতাব উদ্দিন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।
এদিকে, সোমবার সকাল ৯টার দিকে সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন টুকেরবাজারের একটি ডোবায় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশের খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
জালালাবাদ থানার ওসি মিজানুর রহমান মিজান জানান, লাশের পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/এএম