মামলা জটিলতার কারণে চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের সকল ক্যাম্পাসে নতুন করে ছাত্র ভর্তি না করার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন।
গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং গত ৩০ নভেম্বর শিক্ষা মন্ত্রনালয় এ আদেশ দেন বলে নিশ্চিত করেছেন সাউদার্ন বিশ্ববিদ্যালয় ট্রাস্ট সেক্রেটারি মো. মিনহাজুর রহমান।
তবে সাউদার্ন ইউনিভার্সিটিতে ভর্তি কার্যক্রম বন্ধের নোটিশ থাকা সত্ত্বেও তা উপেক্ষা করে বিজ্ঞাপন ও পোষ্টারের মাধ্যমে ছাত্র ভর্তি করার চেষ্টা করছেন। এতে শিক্ষার্থীদের জীবন বিপন্নও হতে পারে বলে সংশ্লিষ্টরা জানান।
বিভিন্ন কাগজপত্র সূত্রে দেখা যায়, ইউজিসি’র স্মারক ইউজিসি/বে.বি./৪০৩(০৪)/২০০২/৯৯৬৫ দ্বারা এবং শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক শিম/শা.১৭/৮বে.বি-৮/২০০২(অংশ-১)/৮০৫ নির্দেশে সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম ও মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এর সকল ক্যাম্পাসে ছাত্র-ছাত্রী ভর্তি না করার নির্দেশ প্রদান করা হয়।
২০০৩ সালে এজে ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয়ের সাময়িক অনুমতিতে চট্টগ্রামের সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ, বাড়ি ৭, রোড ৫, নাসিরাবাদ হাউজিং সোসাইটির রেজিস্টার্ড ঠিকানায় শিক্ষা কার্যক্রম শুরু করে। তখন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন প্রকৌশলী রেজাউল আলম। এজে ফাউন্ডেশনের সদস্য ছিলেন সরওয়ার জাহান। পরবর্তীতে তিনি ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজাউল আলমের সাথে কৌশলে এজে ফাউন্ডেশনের পরিবর্তে ২০০৯ সালে মৃত্যুবরণকারী মরহুম বদিউল আলমকে চেয়ারম্যান দেখিয়ে ২০১৩ সালে সাউদার্ন ইউনিভার্সিটি ফাউন্ডেশন গঠন করেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের অজান্তে ইউনিভার্সিটি ক্যাম্পাস নাসিরাবাদ হাউজিং সোসাইটি থেকে ৭৩৯ নং মেহেদীবাগে স্থানান্তর করেন। তবে বিশ্ববিদ্যালয় লগোটি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল আলমের নামেই রেজিস্টার্ড রয়েছে।
এ ব্যাপারে সাউদার্ন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের সেক্রেটারির আবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশন স্মারক নং ইউজিসি/বে.বি./৪০৩(৩)/২০০২/৫৩৭৪ মূলে মালিকানার বিষয়টি বিবেচনা করে ৯৫টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তালিকায় ইউজিসির ওয়েব সাইটে সাউদার্ন ইউনিভার্সিটির নামের পাশে ৫টি স্টার চিহ্ন দেয়া হয়েছে। এর অর্থ হল বিশ্ববিদ্যালয়ের একাধিক ট্রাস্টি বোর্ড রয়েছে। ট্রাস্টি বোর্ডের মামলা বিচারাধীন।
বিডিপ্রতিদিন/ ২০ ডিসেম্বর, ২০১৭/ ই জাহান