চট্টগ্রাম মহানগরীর নয়টি সরকারি স্কুলের মধ্যে প্রথম দফায় তিনটি স্কুলের ফলাফল প্রকাশিত হয়েছে। স্কুলগুলো হলো ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি কলেজিয়েট স্কুল ও বাকলিয়া সরকারি স্কুল। বুধবার দিনগত মধ্যরাতে এ ফলাফল প্রকাশ করে জেলা প্রশাসন। প্রথম দফায় প্রকাশিত ফলাফলের তিনটি স্কুলকে নিয়ে গঠিত ‘ক’ ক্লাস্টারের ভর্তি পরীক্ষা গত ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের নির্ধারিত ওয়েবসাইটে (http://www.chittagong.gov.bd) এ ফলাফল পাওয়া যাচ্ছে। ফলাফলে শুন্য আসনভিত্তিক মেধাতালিকা ও অপেক্ষমান তালিকা প্রকাশ করা হয়েছে।
ফলাফল প্রকাশের বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান বলেন, প্রথম দফায় তিন সরকারি স্কুলের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবার তিনটি স্কুলকে নিয়ে গঠিত ‘ক’ ক্লাস্টারে ১২ হাজার ৪১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী আবেদন করে। যাদের মধ্যে ১১ হাজার ৫৮৬ জন পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে উর্ত্তীণদের যাবতীয় কাগজপত্র রোববার সকালে যাচাই-বাছাই করা হবে।
মহানগরীর নয়টি সরকারি স্কুলের পঞ্চম থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য এবার ৫১ হাজার ৪৩৯টি আবেদন জমা পড়ে। শনিবার ‘খ’ ক্লাস্টারে এবং ২৭ ডিসেম্বর ‘গ’ ক্লাস্টারের স্কুলগুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘খ’ ক্লাস্টারে রয়েছে নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি মহসিন উচ্চ বিদ্যালয় ও সিটি গার্লস সরকারি উচ্চ বিদ্যালয়। ‘গ’ ক্লাস্টারে রয়েছে চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (বালিকা), নাসিরাবাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার