চট্টগ্রামের কর্ণফূলী উপজেলার বড়উঠান ইউপির শাহমীরপুরে এক পরিবারের চার নারীকে ধর্ষণে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে এলাকাবাসী। আজ উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদের সামনে ‘কর্ণফুলী উপজেলার সর্বস্তরের জনসাধারণের’ ব্যানারে মানববন্ধন থেকে পুলিশের বিরুদ্ধে আসামিদের গ্রেফতারে গড়িমসির অভিযোগ করা হয়।
সমাবেশে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দিদারুল ইসলাম বলেন, এলাকাবাসী এই এলাকার মা-বোনদের ইজ্জত লুণ্ঠনকারী ডাকাতদের কঠোর শাস্তি দাবি করে। বক্তারা ধর্ষকদের গ্রেফতারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশে বক্তব্য রাখেন, কর্ণফুলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেজা বেগম, বড়উঠান ইউনিয়ন পরিষদের সদস্য হারুণ তালুকদার, সাইফুদ্দিন, সানোয়ারা বেগম প্রমুখ।
প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর মধ্যরাতে বড়উঠান ইউনিয়ন পরিষদের শাহমীরপুর গ্রামের একটি বাড়িতে হানা দিয়ে প্রবাসী তিন ভাইয়ের স্ত্রীসহ চার নারীকে ধর্ষণ করে। পরদিন ধর্ষিতারা কর্ণফূলী থানায় মামলা করতে গেলে ঠিকানা জটিলতার অজুহাত দিয়ে পুলিশ মামলা নিতে গড়িমসি করে বলে অভিযোগ ওঠে। পরে ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হস্তক্ষেপে ঘটনার পাঁচদিনের মাথায় গত ১৭ ডিসেম্বর গভীর রাতে পুলিশ মামলা নেয়। এ ঘটনায় জড়িত সন্দেহে দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার