চট্টগ্রামের সীতাকুণ্ডের এসএনটি রিসাই ট্রিনি নামে একটি শিপইয়ার্ড প্রতিষ্ঠানে মালবাহী ক্রেনের ধাক্কায় মো. মানিক (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মানিক সীতাকুন্ড উপজেলার লালবাগের দক্ষিণ শীতলপুর এলাকার রমজান আলীর মেয়ে।
সোমবার সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নায়েক মো. আমির।
তিনি বলেন, শিপইয়ার্ড কারখানায় মালবাহী ক্রেনের ধাক্কায় একই প্রতিষ্ঠানের এক শ্রমিক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন