শিরোনাম
৪ ডিসেম্বর, ২০১৯ ২১:২৫

রেলওয়ে সেবা সপ্তাহ : অভিযোগ নয়, ফুলেই মুগ্ধ যাত্রীরা

সাইদুল ইসলাম, চট্টগ্রাম :

রেলওয়ে সেবা সপ্তাহ : অভিযোগ নয়, ফুলেই মুগ্ধ যাত্রীরা

দীর্ঘদিন ধরেই ট্রেন ভ্রমণে যাত্রীদের হয়রানি, দুর্ভোগ, টিকেট ছাড়া ট্রেন ভ্রমণসহ নানা সমস্যার বিষয়ে কোন ধরণের অভিযোগ দেননি ট্রেন যাত্রীরা। এবার সেই অভিযোগ নয়, রেলওয়ে কর্মকর্তাদের দেয়া একটি রজনীগন্ধা ফুলেই মুগ্ধ হলেন ট্রেন যাত্রীরা। 

ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রী আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী বলেন, রেলের যেই আলোচনা-সমালোচনা চলছে, সেটি নিজের চোখেই দেখে মনে হচ্ছে ভিন্ন চিত্র। দায়িত্বশীল কর্মকর্তারা যাত্রীদের এতো কাছে এসেই ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এতে অনেক খুশি। এমন কথা বললেন ট্রেন যাত্রী শামীমা রহমানসহ অনেকেই।

রেলওয়ের সেবা ও নিরাপত্তা সপ্তাহের প্রথম দিনে বুধবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রামের রেলওয়ে স্টেশনে মহানগর এক্সপ্রেস ট্রেনে সাধারণ যাত্রীদের মাঝে রজনীগন্ধা ফুল উপহার দিয়ে বরণ করেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ ও অতিরিক্ত মহাব্যবস্থাপক (এডি. জিএম) সরদার শাহাদাত আলীসহ দায়িত্বশীল কর্মকর্তারা।

পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক (এডি. জিএম) সরদার শাহাদাত আলী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সেবা ও নিরাপত্তা সপ্তাহে ট্রেনের যাত্রীদের সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে। এসময় যাত্রীদেরকে রজনীগন্ধা ফুল উপহার দেয়া হয়েছে। এতে অনেক খুশি যাত্রীরা। তাদের কোন অভিযোগ নয়, একটি ফুলেই সম্মান ও খুশি হয়েছে। আমরা চেষ্টা করছি যাত্রীদের যথাযথ সম্মান এবং সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার। 

এছাড়া রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, সচিব মোজাজ্জেল হোসেন এবং ডিজি মো. সামশুজ্জামানসহ উর্ধতন দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশনায় দায়িত্বশীলরা কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি। এর আগে, ঢাকায় রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেল সপ্তাহ'র উদ্বোধন করেন। এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেনসহ দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) নাসির উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক সরদার সাহাদাত আলী, প্রধান যন্ত্র প্রকৌশলী মো. মিজানুর রহমান, প্রধান সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী অসীম কুমার তালুকদার ও আরএনবির চিফ কমান্ড্যান্ট মো. ইকবাল হোসেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অ্যাডিশনাল সিওপিএস সুজিত কুমার দাশ, পূর্বাঞ্চলের সহকারী মহাব্যস্থাপক (এজিএম) মো. মিজানুর রহমান, বিভাগীয় বাণিজ্য কর্মকর্তা (ডিসিও) মো. আনছার আলী, জনসংযোগ কর্মকর্তা (ডিডিপিআর) তৌশিয়া আহমেদ, স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ, স্টেশন মাস্টার মাহবুবুর রহমান খানসহ কর্মকর্তারা।

বিডি-প্রতিদিন/শফিক/সাইদুল ইসলাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর