চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রতি মাসেই অন্তত দুই থেকে তিনজন অজ্ঞাত রোগী আসে। এসব রোগীরা পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ না করেই হাসপাতাল ছেড়ে চলে যায়। ফলে পরিপূর্ণ সুস্থ হয়ে ওঠে না এসব রোগী। তারা বেছে নেয় হাসপাতালের আশপাশের রাস্তা, চিকিৎসাহীন অবহেলায় পড়ে থাকে এখানে-ওখানে। ফলে ইতোপূর্বে নেওয়া চিকিৎসাও বিফলে যাওয়ার শঙ্কা দেখা দেয়।
তবে এবার তাদের একটি আশ্রয়স্থল তৈরি হয়েছে। অজ্ঞাত রোগীর বন্ধু খ্যাত প্রকৌশলী সাইফুল ইসলাম নেসারের নেসার ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে ‘গৃহের আলো’ নামের একটি সাময়িক ঠিকানা। আগামীকাল সোমবার বিকাল তিনটায় যাত্রা করবে সীমিত পরিসরের অজ্ঞাত রোগীর নতুন ঠিকানাটি। চমেক হাসপাতালের অনতিদূরে নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির (রূপনগর কমিউনিটি সেন্টারের বিপরীতে) একটি বাসায় ঠিকানাটি যাত্রা করবে।
অজ্ঞাত রোগীর সেবক প্রকৌশলী সাইফুল ইসলাম নেসার বলেন, ‘অজ্ঞাত রোগীরা হাসপাতালে ভর্তির পর একটু ভাল হলেই নানাভাবে চলে যেতে চেষ্টা করে। অথচ তখনো তাদের পূর্ণাঙ্গ চিকিৎসা শেষ হয়নি। ফলে তারা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে ওঠে না। এমন রোগীদের সেবায় আমরা গৃহের আলো নামের একটা ঠিকানা গড়ে তুলেছি। এখানে তাদের প্রয়োজনীয় সেবা দেওয়া হবে। দুইটি শয্যা নিয়ে যাত্রা করলেও শিগগিরই সাত শয্যায় উন্নীত করা, চিকিৎসক ও সাইকোলজিস্ট নিয়োগ দেওয়ার পরিকল্পনা আছে।’
বিডি-প্রতিদিন/মাহবুব/রেজা মুজাম্মেল