চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে চোরাইমালসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন-মো. শরীফ, মো মিজান ও মো আলাউদ্দিন।
অভিযানে তাদের কাছ থেকে চুরি হওয়া ল্যাপটপ, মোবাইল এবং একটি সিএনজি টেক্সি জব্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুজ্জামান বলেন, কয়েকদিন আগে একটি প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পুলিশ।
বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরি করা বিভিন্ন মালামাল জব্দ করা হয় বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই