চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভা নির্বাচনে সংরক্ষিতসহ কাউন্সিলর পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এদের মধ্যে সংরক্ষিত আসনে একজন সাধারণ কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী রয়েছে। আজ বৃহস্পতিবার শেষ দিনে ৯ জন প্রার্থীতা প্রত্যাহার করেছেন বলে জানান সীতাকুন্ড উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার মো. বুলবুল আহম্মদ।
তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, পৌরসভা নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৮ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে একজন প্রার্থী নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন এবং মেয়র পদে ২ জন প্রার্থী নির্বাচন করবেন।
প্রসঙ্গত, চট্টগ্রামের সীতাকুন্ড পৌরসভা নির্বাচনের গত ১ ডিসেম্বর ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন। গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয় এবং আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে পৌরসভা নির্বাচন। পৌরসভা নির্বাচনে মেয়র পদে বদিউল আলম নৌকা প্রতীক নিয়ে এবং আবুল মনছুর ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ